হানাফী নামাজ! নাকি আল্লাহর রাসূলের মুহাম্মাদী সালাত?

तहरीर: মুহাদ্দিসুল আসর হাফেজ যুবায়ের আলী জায়ি রহমাতুল্লাহ আলাইহি


রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন,

صلّوا كمارأيتموني أصلّى

সালাত ঐভাবেই আদায় করো যেইভাবে তোমরা আমাকে আদায় করতে দেখেছ । (সহীহ বুখারী,হা\৬৩১)

জানা গেলো যে সালাত ওই নিয়মেই আদায় করতে হবে যেই নিয়মে মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ ﷺ আদায় করতেন ।

রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন,

ياأيها الناس! خذوامناسككم

হে লোকসকল! হজ্জের তরিকা আমার থেকে শিখে নাও (সুনান নাসাঈ, ৫\২৭০,হা\৩০৬৪,সনদ সহীহ, সহীহ মুসলিম,হা\১২৯৭)

বুঝা গেলো যে সালাত ও মুহাম্মদী তরীকায় আদায় করতে হবে এবং হজ্ব ও মুহাম্মদী তরীকায় করতে হবে ।

ইসলাম হানাফী তরীকায় অবতীর্ণ হয় নি বরং কুরআন ও হাদীসের উপর অবতীর্ণ হইছে । যখন ইমাম আবু হানিফা জন্মগ্রহনই করেন নি, তার আগেও দ্বীনে ইসলাম পরিপূর্ণ অবস্থায় মজুদ ছিল।

------------

तहरीर: মুহাদ্দিসুল আসর হাফেজ যুবায়ের আলী জায়ি রহমাতুল্লাহ আলাইহি

✍️অনুবাদক: দেওয়ান সাদাত

মূল আর্টিকেল দেখুন: [মাহনামা আল হাদীস, সংখ্যাঃ ৬১, ৮-৯ পৃষ্টা]

অন্যান্য নিবন্ধ:

1 হানাফী নামাজ! নাকি আল্লাহর রাসূলের মুহাম্মাদী সালাত? মুহাদ্দিসুল আসর হাফেজ যুবায়ের আলী জায়ি রহমাতুল্লাহ আলাইহি
2 লেনদেনে কমিশন নেয়া মুহাদ্দিসুল আসর হাফেজ যুবায়ের আলী জায়ি রহমাতুল্লাহ আলাইহি
3 خلق آدم علی صورتہ অর্থ মুহাদ্দিসুল আসর হাফেজ যুবায়ের আলী জায়ি রহমাতুল্লাহ আলাইহি
4 ঈমানদারগণ পরষ্পর ভাই-ভাই মুহাদ্দিসুল আসর হাফেজ যুবায়ের আলী জায়ি রহমাতুল্লাহ আলাইহি
5 মুজাদ্দিদ কে? মুহাদ্দিসুল আসর হাফেজ যুবায়ের আলী জায়ি রহমাতুল্লাহ আলাইহি
6 মুহাদ্দিসুল আসার শায়েখ যুবাইর আলী যাঈ রহিমাহুল্লাহ- সমসাময়িক ওলামদের দৃষ্টিতে
7 তাওহীদ- সবার আগে! মুহাদ্দিসুল আসর হাফেজ যুবায়ের আলী জায়ি রহমাতুল্লাহ আলাইহি

Android App --or-- iPhone/iPad App

IshaatulHadith Hazro © 2024